"এ ফেসবুকে আমাদের মহানবীকে অপমান করেছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা ভেবে দেখুন”! বাংলাদেশের বাঙালি হিন্দু হত্যা নিয়ে বিতর্ক উস্কে দিলেন BJP নেতা

পশ্চিমবঙ্গের হিন্দুদের বড় বার্তা দিলেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp-reut-1191943-1676563635

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে বাঙালি হিন্দু হত্যা নিয়ে সরব বিজেপি নেতা তথাগত রায়। 

d

তিনি মাঝে মাঝেই নানা বিতর্কিত পোস্ট করেন যা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। এবারেও তাই হল। এই নেতা তথাগত রায় লেখেন, বাংলাদেশে বাঙালি হিন্দু হত্যা করা একটা আগেকার দিনের বড়লোকদের  পাখি শিকার করার মত ব্যাপার। আজকাল একটা অজুহাত দরকার হয়, আগে তাও হত না। সবচেয়ে সুবিধার অজুহাত হচ্ছে, “এ ফেসবুকে আমাদের ‘মহানবীকে’ অপমান করেছে”। 

tathagataaagh.jpg

এটা মনে করবেন না যে হাসিনার আমলে এটা হত না।২০১৭ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রস দাস নামক এক নিরক্ষর মৎস্যজীবী যুবকের নাম ওই একই অপবাদ দিয়ে ৩০০ হিন্দুর বাড়ি পুড়ানো হয়েছিল। ২০২১ সালে কুমিল্লায় দুর্গাপ্রতিমার নীচে একখানা কোরান গুঁজে দিয়ে জনাদশেক হিন্দুকে হত্যা করা হয়েছিল।

এগুলো হাসিনার হেফাজতে ইসলামের সঙ্গে ফ্লার্ট করার ফল, কিন্তু সেটাও আসল কারণ নয়। আসল কারণ জিহাদ, যা ইসলামের মধ্যে ওতপ্রোত আছে। মুসলমান অমুসলমানকে মারবেই, এটা ওদের ধর্মীয় কর্তব্য ।

এবার পশ্চিমবঙ্গের হিন্দুরা ভেবে দেখুন, কী করবেন ?