নিজস্ব সংবাদদাতা: শনিবার টুইটারে ধর্মীয় নিরপেক্ষতা নিয়ে বিবেকানন্দের একটা উক্তি তুলে ধরেন। তারপরেই তথাগত রায় বলেন, "জনগনের অন্তসলিলা সেকুলার মাইন্ডসেট" -- সেটা কী? খায় না মাথায় মাখে ? 'সেকুলার' মানে তো 'ধর্মহীন' ! স্বামী বিবেকানন্দ বলে গেছেন, "ধর্মেই জাতীয় জীবনের মূলভিত্তি স্থাপিত" ('জাগো যুবশক্তি', নীচে দ্রষ্টব্য)। 'সেকুলারইজম' তো গান্ধীবাদী ক্লীবতা, নেহরুর কেমব্রিজে-পড়া…’
‘সেকুলার মানে তো ধর্মহীন!’ বিবেকানন্দের উক্তি তুলে এ কী বললেন তথাগত রায়
টুইটারে ধর্ম নিয়ে সরব হলেন তথাগত রায়। তিনি নিজের পক্ষে যুক্তি টানতে বিবেকানন্দের উক্তি টেনে আনেন। টুইটারে ধর্মীয় নিরপেক্ষতা নিয়ে কী বললেন তিনি?
Follow Us
নিজস্ব সংবাদদাতা: শনিবার টুইটারে ধর্মীয় নিরপেক্ষতা নিয়ে বিবেকানন্দের একটা উক্তি তুলে ধরেন। তারপরেই তথাগত রায় বলেন, "জনগনের অন্তসলিলা সেকুলার মাইন্ডসেট" -- সেটা কী? খায় না মাথায় মাখে ? 'সেকুলার' মানে তো 'ধর্মহীন' ! স্বামী বিবেকানন্দ বলে গেছেন, "ধর্মেই জাতীয় জীবনের মূলভিত্তি স্থাপিত" ('জাগো যুবশক্তি', নীচে দ্রষ্টব্য)। 'সেকুলারইজম' তো গান্ধীবাদী ক্লীবতা, নেহরুর কেমব্রিজে-পড়া…’