নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের বর্তমান মুদ্রাস্ফীতি এখন আকাশ ছোঁওয়া। এই পরিস্থিতিতে ভয়ঙ্কর অবস্থা হয়েছে সেদেশের সাধারণ মানুষের। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে আসা সাধারণ মানুষ দাবি করেছেন, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে আলুসেদ্ধ ভাত খেয়েও বেঁচে থাকার পরিস্থিতি নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশীদের তীব্র কটাক্ষ করলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
সোমবার তথাগত রায় টুইট করে বলেন, "বাংলাদেশের এই হাঘরে আতরাফের বাচ্চাগুলোর গোমাংস নিয়ে হাউ হাউ করা দেখে হেসে আর বাঁচি না। এরা খেতে পায় না, খাদ্যদ্রব্যের যা দাম হয়েছে তাতে এরা মাছের কাঁটা আর গোরুমোষের নাড়িভুঁড়ি খেয়ে বেঁচে আছে। কিন্তু লম্বাচওড়া কথার কমতি নেই।"