যৌনাঙ্গে ঢোকানো হয় গরম সেদ্ধ ডিম, চরম নির্যাতনের বর্ণনা দিলেন তথাগত রায়

তথাগত রায় পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট নেত্রী ইলা মিত্রের ওপর হওয়া চরম নির্যাতনের বর্ণনা দেন। টুইটারে তিনি লেখেন, শুধু হিন্দু হওয়ার অপরাধে তাঁর ওপর কীভাবে অত্যাচার করা হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
Tathagata Roy

নিজস্ব সংবাদদাতা: পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট নেত্রীর ওপর করা হয়েছিল চরম নির্যাতন। সেই নির্যাতনের বর্ণনা দিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি টুইটারে বলেন, "ইলা মিত্র সম্বন্ধে কেউ জানতে চাইছিলেন। মানুষের উপর মানুষের নির্যাতনের ইতিহাসে ইলা মিত্র অনন্য। ইলা মিত্র একজন পূর্ব পাকিস্তানী কম্যুনিস্ট নেত্রী ছিলেন। ১৯৫০ সালে রাজশাহী জেলার নাচোল থানা এলাকায় কিছু সাঁওতালদের নিয়ে ‘তেভাগা’ আন্দোলন সংগঠিত করছিলেন। সে সময় পূর্ব পাকিস্তানে সরকারী প্রচেষ্টায়ই ভয়াবহ হিন্দু নির্যাতন চলছিল। ইলা মিত্রকে নাচোল থানায় নিয়ে গিয়ে নগ্ন করে শোয়ানো হয়, এবং ফুটন্ত জল থেকে দু’তিনটি ডিম তুলে ওঁর গোপনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়। যন্ত্রণায় তিনি অজ্ঞান হয়ে যান, কিন্তু তার পরেও ওঁর পায়ের গোড়ালিতে পেরেক ঠুকে দেওয়া হয় এবং ওঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ডাঃ বিধান রায় যোগাযোগ করে ওঁকে জেল থেকে ছাড়া করান এবং পশ্চিমবঙ্গে নিয়ে আসেন। তার পর আগমার্কা কমরেডের মত ইলা দেবী এগুলো সব চেপে যান। "