নিজস্ব সংবাদাতা: তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় বলেন, "কিছু লোকের ধারণা, বাঙালি হিন্দুরা ধর্মের ভিত্তিতে কখনোই ভোট দেবে না। তাহলে বিজেপি যে এই রাজ্যে ৩৮% ভোট পেয়ে দ্বিতীয় পার্টি হিসাবে পরিগণিত হয়েছে, সেটা কাদের ভোটে ? নিশ্চয়ই মুসলমানের ভোটে নয় ? পুরোটাই হিন্দু ভোটে - যে হিন্দুরা আগে সিপিএমকে ভোট দিত। এইসব গান্ধীবাদী-বামপন্থী ঔদার্য ও ধর্মনিরপেক্ষতার ঢপ বাঙালি হিন্দু ধীরে ধীরে পরিত্যাগ করছে। শুধু বিজেপিকে আর একটু তৎপর হতে হবে, বাঙালি হিন্দু যে বিলুপ্তির সম্মুখীন সেটা মানুষকে বোঝাতে হবে। আর মুসলমানের ভোট ভাগ করার অলীক কল্পনা ছাড়তে হবে।"
বাঙালি হিন্দুরা বিজেপি ভোট দেয় না! চাঞ্চল্যকর মন্তব্য তথাগত রায়ের
তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় বলেন, বাঙালি হিন্দুরা বিজেপি ভোট দেয় না!
Follow Us
নিজস্ব সংবাদাতা: তথাগত রায় সোশ্যাল মিডিয়ায় বলেন, "কিছু লোকের ধারণা, বাঙালি হিন্দুরা ধর্মের ভিত্তিতে কখনোই ভোট দেবে না। তাহলে বিজেপি যে এই রাজ্যে ৩৮% ভোট পেয়ে দ্বিতীয় পার্টি হিসাবে পরিগণিত হয়েছে, সেটা কাদের ভোটে ? নিশ্চয়ই মুসলমানের ভোটে নয় ? পুরোটাই হিন্দু ভোটে - যে হিন্দুরা আগে সিপিএমকে ভোট দিত। এইসব গান্ধীবাদী-বামপন্থী ঔদার্য ও ধর্মনিরপেক্ষতার ঢপ বাঙালি হিন্দু ধীরে ধীরে পরিত্যাগ করছে। শুধু বিজেপিকে আর একটু তৎপর হতে হবে, বাঙালি হিন্দু যে বিলুপ্তির সম্মুখীন সেটা মানুষকে বোঝাতে হবে। আর মুসলমানের ভোট ভাগ করার অলীক কল্পনা ছাড়তে হবে।"