বাঙালি হিন্দুদের বিলুপ্তি আসন্ন! কেন বললেন তথাগত রায়

বৃহস্পতিবার টুইট করে তথাগত রায়, 'বাঙালি-হিন্দু যদি এখনো না বোঝে, "একবৃন্তে দুটি কুসুম" গোছের বুজরুকিতে মজে থাকে, তাহলে তাদের বিলুপ্তি আসন্ন।'

author-image
Tamalika Chakraborty
New Update
Tathagata Roy

নিজস্ব সংবাদদাতা:   বৃহস্পতিবার টুইট করে তথাগত রায় বলেন, "সোনারপুরে Premier Knowledge City, বাস্তবে বিশাল ইসলামিক সুপার-মাদ্রাসা প্রতিষ্ঠার পরিপ্রেক্ষিতে একটা কথা মনে রাখতে হবে: 'বাঙালি' কোনো একটি monolithic জনগোষ্ঠী নয়, প্রকৃতপক্ষে দুটি জনগোষ্ঠী, বাঙালি-হিন্দু ও বাঙালি-মুসলমান, পৃথিবীর সমস্ত বাংলাভাষীদের যথাক্রমে ৩০% ও ৭০%। এরা দুটি গ্রহের অধিবাসীও হতে পারত। এদের যে শুধু ধর্ম আলাদা তা নয়, সমাজব্যবস্থা আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, স্বার্থ আলাদা, নামকরণ আলাদা, রাজনীতি আলাদা, বিশ্ববীক্ষা (worldview) আলাদা, এমনকি ভাষা পর্যন্ত পুরোপুরি এক নয় । বাঙালি-মুসলমানের হাতে বাঙালি-হিন্দু অমানুষিকভাবে অত্যাচারিত হয়েছে এবং এখনো হচ্ছে। আবার বাঙালি-হিন্দুই সেটাকে লুকিয়ে ফেলেছে। এর মানে এই নয় যে দুই জনগোষ্ঠী শান্তিতে পাশাপাশি বাস করতে পারবে না, কিন্তু সেটা করতে হবে এই মৌলিক সত্যটা বুঝে। বাঙালি-মুসলমান এটা ষোল আনা বোঝে, এবং তাই-ই এই সোনারপুরের প্রতিষ্ঠান। বাঙালি-হিন্দু যদি এখনো না বোঝে, "একবৃন্তে দুটি কুসুম" গোছের বুজরুকিতে মজে থাকে, তাহলে তাদের বিলুপ্তি আসন্ন।"