"মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছিলেন কিন্তু প্রতিবাদের উৎসবকে এত ভয় পাচ্ছেন কেন?"

কে দিলেন এই বার্তা?

author-image
Anusmita Bhattacharya
New Update
Mamata

নিজস্ব সংবাদদাতা: গতকাল দক্ষিণ কলকাতার একটি পুজো মণ্ডপে ‘বিচার চাই’ স্লোগান দিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন ৯ জন আন্দোলনকারী। পরে নাকি গ্রেফতারও হয়েছেন তারা। কাল দুপুরে কর্মসূচি পালন করেন জুনিয়র ডাক্তাররা। মিনিডোরে করে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার ‘প্রতীকী মূর্তি’ নিয়ে পুজোমণ্ডপ পরিভ্রমণ ছিল এর অংশ। ত্রিধারা সম্মিলনীর মণ্ডপে গিয়ে ‘বিচার চাই’ স্লোগান তোলার পরেই আটক হন তারা। এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি। 

এই বিজেপি নেতা লেখেন, তৃণমূল বিধায়ক দেবাশীষ কুমারের পুজোর সামনে বিচারের দাবি তোলার জন্য গ্রেপ্তার হলেন জুনিয়র ডাক্তাররা।।

মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছিলেন কিন্তু প্রতিবাদের উৎসবকে এত ভয় পাচ্ছেন কেন? 

পশ্চিমবঙ্গের প্রত্যেক সুবুদ্ধি সম্পন্ন নাগরিকদের অনুরোধ করবো প্রত্যেক  মন্ডপ থেকে বিশেষ করে তৃণমূল নেতাদের পুজোগুলো থেকে RG Kar এর বিচারের দাবি তোলার জন্য।।

কলকাতার অন্যতম বড় পুজো অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার তাদের মন্ডপ থেকে বিচারের দাবি তুলছেন কিন্তু তৃণমূল নেতাদের এত ভয় কিসের? 

ভয় পাচ্ছে কারণ তারা জানে যে সরকার কিভাবে সবকিছু লুকানোর চেষ্টা করেছিল।।
ভয় পাচ্ছে কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসন ওই ঘটনার পিছনে দায়ী।।