বহিরাগত... এবার কড়া ভাষায় উত্তর দিলেন বিজেপি নেতা

বহিরাগত তত্ত্বে কড়া ভাষায় উত্তর দিলেন তরুণজ্যোতি তিওয়ারি।

author-image
Tamalika Chakraborty
New Update
tarunjyotir1.jpg

নিজস্ব সংবাদদাতা:  এক নেটিজেন বিজেপির দুই নেতা রাজু বিস্ত ও তরুণজ্যোতি তিওয়ারি বহিরাগত ও অবাঙালি বলে উল্লেখ করেছেন। এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখালেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "ভাইটু আমার জন্ম এবং কর্মক্ষেত্র এই পশ্চিমবঙ্গ। বাংলাটা ঠিক আসে না টাইপ বাংলা নয়, মাতৃভাষা বাংলা এবং বাড়িতে সম্পূর্ণ বাংলায় কথা বলি তাই নিজেকে বাংলা বলে মনে করি। এই আসি তোমার বহিরাগত তরকে, পশ্চিমবঙ্গ কে তোমরা কি ভারতবর্ষের মনে করো? কীর্তি আজাদের গ্রুপ সিনহা সাকেত গোখলে দুই পুরুষ আগে গয়া থেকে আসা ফিরহাদ হাকিম, মনোজ তেওয়ারি, সুস্মিতা দেব সহ বাংলার সাথে কোন যোগাযোগ না সাগরিকা ঘোষরা কি বাঙ্গালী? একটা প্রশ্ন পেয়ে এত লাফালাফি শুরু করতে? অপেক্ষা করা, নিয়ম মেনে চলা।"