নিজস্ব সংবাদদাতা: এবার সরকার পক্ষের আইনজীবী কপিলের বক্তব্য থেকে বিশেষ তথ্য তুলে ধরলেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তাদের দেওয়া যুক্তি থেকে তাদেরকেই পাল্টা কটাক্ষ করলেন এই বিজেপি নেতা।
X হ্যান্ডেলে তরুণজ্যোতি তিওয়ারি লেখেন, কপিল শিবল এর কথা অনুযায়ী মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অনেক জন নাকি মারা গেছে।।
এখান থেকেই কতগুলো প্রশ্ন আসছে।।
১. জেলায় জেলায় নীল সাদা বাড়ি যেগুলো করা হয়েছিল এবং যেগুলো সুপার স্পেশালিটি হাসপাতাল নামে পরিচিত সেগুলো কি করছে?
২. PGT রা আন্দোলন করছে এবং নিয়ম অনুযায়ী তারা তো রোগী দেখতে পারেনা এবং অপারেশন করতে পারে না।। ওই কাজটা সিনিয়র ডাক্তারদের যেটা সিনিয়ার ডাক্তাররা করছেন।। রাজ্য সরকার এই মিথ্যে কথা কেন বলছে?
৩. কলকাতার মেডিকেল কলেজ গুলোর জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে, পশ্চিমবঙ্গে অন্য ডাক্তাররা তো সার্ভিস দিচ্ছেন এবং রাজ্যের আইনজীবীর কথা যদি সত্যি হয় তাহলে এটা বলতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী স্কিম flop.
৪. স্বাস্থ্য সাথী প্রকল্পে তো চিকিৎসা নাকি বেসরকারি হাসপাতালেও হয় তাহলে এখন হচ্ছে না কেন?
#RGKarMedicalCollegeandHospital এর ঘটনা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার অবস্থাটা সামনে নিয়ে চলে আসলো।