"মুখ্যমন্ত্রীর একটা ভালো মাথার ডাক্তার দেখানো উচিত"!

মুখ্যমন্ত্রীকে বন্যা নিয়ে কটাক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata37angry

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিকে দিকে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন। এরপর একে তিনি মানুষের দ্বারা সৃষ্ট বন্যা বলেছেন। এই নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।  

দুর্ঘটনার কবলে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি, অল্পের জন্য রক্ষা - BJP  leader tarunjyoti tewari car faces accident in NH 34 near amdanga - Aaj Tak  Bangla

বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি কটাক্ষ করে লেখেন, বর্ধমান হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলা বন্যা কবলিত।। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন এই বন্যা নাকি MAN MADE এবং দোষ দিয়ে পড়েছে Indi জোটের অন্যতম শরিক অর্থাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের উপর।। Irrigation Department রাজ্যে কি জন্য আছে শুধুমাত্র টাকা নয় ছয় করার জন্য? প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং জলস্তর বাড়বে এটাই স্বাভাবিক।। বাঁধগুলো থেকে জল না ছাড়লে সেগুলো ভেঙে পড়বে এবং বিপদ আরও বাড়বে সেটা বাচ্চা ছেলেরাও জানে।। আমাদের মুখ্যমন্ত্রী যদি এটুকু বুঝতে না পারেন তাহলে উনার একটা ভালো মাথার ডাক্তার দেখানো উচিত।। অবশ্য বন্যা হলে সাধারণ মানুষের দুর্ভোগ হয় কিন্তু তৃণমূলের আনন্দ।। বন্যা মানেই বন্যা ত্রাণ এবং ত্রিপল।। cut money এবং ব্যবসার সুযোগ।। তৃণমূলের পৌষ মাস এবং মানুষের সর্বনাশ।।

mamata36