নিজস্ব সংবাদদাতা: তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। দাবি করা হয়েছে গুলি লেগেছে তার কাঁধে। এই নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি।
তিনি লেখেন, তৃণমূল নেতা দুলাল সরকারের প্রকাশ্য দিবালোকে নির্মম হত্যাকাণ্ড পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার চরম ব্যর্থতার নিদর্শন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে পুলিশের গাফিলতি রয়েছে এবং দুলাল সরকারের নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়ে ইন্টেলিজেন্স ব্যর্থ হয়েছে। প্রশ্ন ওঠে, পুলিশের ব্যর্থতার দায়ভার কি শুধু অফিসারদের, নাকি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিজেই এই পরিস্থিতির জন্য দায়ী?
মুখ্যমন্ত্রী একদিকে নিজেকে "গুন্ডা কন্ট্রোলার" বলে ঘোষণা করেন, অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করতে বারবার ব্যর্থ হচ্ছেন। দুলাল সরকারের নিরাপত্তা কেন তুলে নেওয়া হল? এটি ইন্টেলিজেন্সের ব্যর্থতা, নাকি পরিকল্পিত হত্যার ইঙ্গিত? যদি নিরাপত্তা তোলার পেছনে কোনো ষড়যন্ত্র থাকে, তবে তার জন্য কে দায়ী? এছাড়া, পুলিশের ব্যর্থতা নিয়ে মুখ্যমন্ত্রী কি পুলিশের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন? এই প্রশ্নগুলোর উত্তর রাজ্যের সাধারণ মানুষ আজ মুখ্যমন্ত্রীর কাছে প্রত্যাশা করে।