নিজস্ব সংবাদদাতা:প্রয়াত বিনোদন দুনিয়ার লেজেন্ড। কিংবদন্তি তবলা বাদক এবং সুরকার জাকির হুসেন ১৫ ডিসেম্বর রবিবার ৭৩ বছর বয়সে প্রয়াত হলেন।
তরুণজ্যোতি তিওয়ারি এই নিয়ে শোক প্রকাশ করলেন। তিনি লেখেন,
সংগীতের এক নক্ষত্র আজ অস্ত গেল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি জাকির হোসেন পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তাঁর সুরের মাধুর্য, তবলার যাদু, এবং প্রতিভার আকাশছোঁয়া উচ্চতা সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। তাঁর সৃষ্টির মধ্যে জীবনের যে গভীরতা ও আবেগ ধরা পড়ে, তা অনন্তকালের জন্য আমাদের সঙ্গে রয়ে যাবে।
জাকির হোসেন শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন সুরের এক অবিনশ্বর সাধক। তাঁর মৃত্যুর মাধ্যমে সঙ্গীতের একটি যুগ শেষ হল, কিন্তু তাঁর সুরের মাধুর্য সময় ও সীমানার ঊর্ধ্বে চিরকাল বেজে চলবে। বিদায়, সরস্বতীর এই অনন্য পূজারী। আপনার উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।