ঝড় বৃষ্টি হোক বা মহামারী প্রত্যেক কিছুর মধ্যেই উপার্জনের রাস্তা খুঁজে বের করে তৃণমূল- লিখলেন এই বিজেপি নেতা

কি লিখলেন এই নেতা?

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp6

নিজস্ব সংবাদদাতা: বাঘিনী জিনাতকে খুঁজে পেতেই তা নিয়ে শুরু রাজনীতি। এবার তৃণমূলকে কটাক্ষ করে পোস্ট করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।

তিনি লেখেন, সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় সেটা তৃণমূলের কাছ থেকে শেখা উচিত।।

ঝড় বৃষ্টি হোক বা মহামারী প্রত্যেক কিছুর মধ্যেই উপার্জনের রাস্তা খুঁজে বের করে তৃণমূল।।

বাঘ এসেছিল একটা, সেই জিনাতকে ধরতে নাকি খরচা হয়েছে ৩৫ কোটি টাকা।।

৭৫-২৫ হিসাবে কে কত পেয়েছে তার হিসাব না হয় দোলা সেনকে জিজ্ঞেস করে নেবেন।।