নির্যাতিতার নাম প্রকাশ্যে আনেন ইস্তফা দেওয়া প্রিন্সিপাল! এবার কি তবে গ্রেফতার?

বিজেপি নেতার গুরুত্বপূর্ণ পোস্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
rape .jpg

নিজস্ব সংবাদদাতা: প্রবল চাপের মুখে শেষমেশ পদত্যাগ করে ফেললেন আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে বলেছেন কেউ চাপ দেয়নি। 

R G Kar: 'আমার ঘাড়ের কাঁঠাল ভাঙা হচ্ছে...আমি খেয়ে পরে থাকতে পারব...', চাপের মুখে শেষমেশ ইস্তফা আরজি করের অধ্যক্ষের

এই নিয়ে তিনি দীর্ঘ একটি বয়ান দিয়েছেন। এবার এর পাল্টা দিলেন আইনজীবী ও বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। 

তরুণজ্যোতি তিওয়ারি লেখেন, R G Kar মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আজকে পদত্যাগ করেছেন।। করার সময় একটা প্রেস কনফারেন্স করে তিনি নির্যাতিতা বোনটির নাম বলে দিয়েছেন।।
আশা করি কলকাতা পুলিশ জানে যে Rape victim দের নাম এবং ছবি প্রকাশ করাটা দণ্ডনীয় অপরাধ।।

না জানলে দয়া করে Sec 72 of BNS একটু দেখে নেবেন।।

দু বছরের জেল এবং জরিমানা হতে পারে।।

সন্দীপ ঘোষের বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা করলো না কেন?