মমতার প্রতিশ্রুতি! পুজো আসতেই স্মরণ করালেন তরুণজ্যোতি

পুজো আসে পুজো যায়, প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হয়েই থেকে যায়! এমনই প্রশ্ন উঠছে এবার বিজেপির তরফে।

author-image
Pallabi Sanyal
New Update
sadsdds

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : ২০২৩ সালের দুর্গাপুজোর সময় হয়ে এল। এমন সময়ে ২০২২-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতির কথা তুলে ধরে তোপ দাগলেন বিজেপি নেতা-আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। এক্স হ্যান্ডেলে দুটি পত্রিকার কাট আউট শেয়ার করেছেন তরুণ। যেখানে শিরোনামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব জেলা মিলিয়ে ৩০ হাজার চাকরি ও শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি। পোস্টের ক্যাপশানে তরুণ লিখেছেন, ''২০২১ ও ২০২২ সালের পুজোর আগের প্রতিশ্রুতি।আরো একটা পুজো চলে আসলো।অবশ্য তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) বারবার বলেছেন যে প্রতিশ্রুতি মানে প্রতারণা এবং পশ্চিমবঙ্গের সাথে বারবার প্রতারণা করছেন তিনি।''

 

hiring.jpg