নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রীকে এবার সরাসরি নিশানা করলেন তরুণজ্যোতি তিওয়ারি। তিনি ট্যুইট করে বলেছেন, "আজ কলকাতা কেন স্তব্ধ ছিল, কেন শহরের পর শহর, জেলার পর জেলা অচল হয়ে গেল — তার উত্তর লুকিয়ে আছে রাজ্যের এক মন্ত্রীর মুখে।
সিদ্দিকুল্লা চৌধুরী, রাজ্যের মন্ত্রী, প্রকাশ্যে বলেছেন:
চাইলেই কলকাতাকে স্তব্ধ করে দিতে পারতাম। চাইলেই কলকাতায় যানজট তৈরি করতে পারি। চিরে, গুড়, বাতাসা নিয়ে কলকাতা অবরুদ্ধ করব। জেলার পর এবার কলকাতাকে টাইট দেব। এখনো করিনি, ভবিষ্যতে করব।
এর চেয়েও ভয়ানক হচ্ছে তাঁর আরেকটি স্বীকারোক্তি —
মুখ্যমন্ত্রীর অফিস থেকে ফোন এসেছিল। বলা হয়েছে, এমন সমাবেশ দেখে মুখ্যমন্ত্রী খুব খুশি।
এই বক্তব্য থেকেই পরিষ্কার হয়ে যায়, আজকে কলকাতায় ও রাজ্যের বিভিন্ন জায়গায় যে তাণ্ডব চলেছে, সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়েছে — তা সবই মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদতে ঘটেছে।
পুলিশ কেন নিশ্চুপ ছিল? কারণ তারা জানে, এই তাণ্ডব রাষ্ট্রেরই ছত্রছায়ায় হচ্ছে।
জনগণের টাকায় গড়ে ওঠা পুলিশ প্রশাসন আজ জনগণের বিরুদ্ধেই দাঁড়িয়ে পড়েছে।
আজ প্রশ্ন তুলতেই হবে — এই কি নতুন বাংলা? এই কি গণতন্ত্র? এই কি প্রশাসনের কাজ?
চুপ থাকলে কাল আর কিছুই বলার থাকবে না"।
তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)