মহালয়ার ভোর: ন্যায়ের দাবিতে প্রতিবাদের প্রদীপ

মহালয়ার ভোরে কলকাতার রাস্তায় বিচারের দাবিতে মানুষের প্রতিবাদ। মহিষাসুরমর্দিনীর সুরে প্রতিবাদ এবং তর্পণের মাধ্যমে প্রতিবাদের প্রদীপ জলে ভাসানো হয়েছে, যা ন্যায়ের জন্য সংগ্রামের এক প্রতীক।

author-image
Debapriya Sarkar
New Update
Protest

নিজস্ব প্রতিবেদন : মহালয়ার ভোরে কলকাতার রাস্তায় ন্যায় বিচারের দাবিতে মানুষের ঢল নেমেছে। কলকাতার বিভিন্ন স্থানে রাত থেকে শুরু হওয়া এই প্রতিবাদে একত্রিত হয়েছেন বিভিন্ন শ্রেণির মানুষ। ন্যায় বিচারের দাবিতে পায় পা মিলিয়ে একসাথে হেঁটেছে প্রত্যেকে। মহিষাসুরমর্দিনীর গানে প্রতিবাদের সুর গেয়ে তুলে ধরেছেন তাঁদের ক্ষোভ ও কষ্ট।

publive-image

ঘাটে ঘাটে তর্পণের মাধ্যমে অভয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে উঠে এসেছে ন্যায়ের দাবি। প্রতিবাদের প্রদীপগুলো জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, যা এই আন্দোলনের প্রতীক হিসেবে কাজ করছে। মানুষের মুখে একটাই কথা—নির্ভীকতার সঙ্গে দাঁড়িয়ে থাকার সময় এসেছে। সকলের মধ্যে লক্ষ্য করা গেছে একসঙ্গে লড়াই করার অঙ্গীকার, যেন তাঁদের আওয়াজ পৌঁছায় প্রশাসন ও সমাজের শীর্ষে। প্রতিটি প্রদীপ যেন একটি প্রতিশ্রুতি, একটি আহ্বান—"আমরা ন্যায়ের জন্য লড়াই করবো, যত দিন প্রয়োজন।"

publive-image

এদিনের এই প্রতিবাদ শুধু একটি সামাজিক আন্দোলন নয়, বরং এটি মানুষের মানবিকতা ও সংহতির এক জাগরণ। সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অঙ্গীকারে মহালয়া শুধু একটি ধর্মীয় উপলক্ষ্যই নয়, বরং ন্যায়ের এবং সমতার জন্য একটি শক্তিশালী দাবি হয়ে উঠেছে।