নিজস্ব সংবাদদাতা: আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। মহালয়ার এই শুভলগ্নে গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। তর্পণের দিন দক্ষিণেশ্বরে প্রত্যেক বছরই বহু মানুষ ভিড় জমান। গঙ্গায় তর্পণ সেরে মায়ের কাছে পুজো দিয়ে পূর্ণ অর্জন করেন ভক্তগণ। আজ দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দেওয়ার কথা ভাবছেন আপনিও। কিন্তু কি করে যেতে হয় তা ঠিকভাবে জানেন না। তাহলে আপনার জন্যই রইল বিস্তারিত বিবরণ-
রেলপথে হাওড়া লাইনে বালি স্টেশনে এসে, বালি ব্রিজ থেকে অটো বা বাস ধরে দক্ষিণেশ্বর আসা যাবে। অপরদিকে শিয়ালদহ-ডানকুনি লাইনে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে আপনি স্কাইওয়াক দিয়ে মন্দিরে পৌঁছে যেতে পারবেন। মেট্রোতে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো পেয়ে যাবেন।