নিজস্ব সংবাদদাতা: বরানগরের বিধায়ক তাপস রায় সোমবারই ইস্তফা দিয়েছেন তাঁর পদ থেকে। মঙ্গলবার তাঁকে বিধানসভায় শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু হঠাৎই সিদ্ধান্ত বদল! এবার তাঁকে ডেকে পাঠানো হয়েছে বুধবার।
সোমবার তাপস রায় বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে ইস্তফাপত্র জমা দেবার পরে স্পিকার জানান যে, এবিষয়ে মঙ্গলবার তিনি তাঁর সিদ্ধান্ত জানাবেন।
রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তাঁর বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। তিনি অভিযোগ করেন যে, দলে অবহেলিত এবং অসম্মানিত। তাই তিনি ইস্তফা দিয়েছেন। রাজনৈতিক মহল মনে করছে লোকসভা ভোটের আগে এই ইস্তফাপত্র বেশ ভারী হয়ে উঠতে পারে তৃণমূলের জন্য।