সাবধান...বাংলায় জারি হয়ে গেল তালিবানি ফতোয়া!

কি বলা হয়েছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
taliban

নিজস্ব সংবাদদাতা: খোদ বাংলায় তালিবানি ফতোয়া। শুক্রবার দোকান-পাট বন্ধ রাখার বিধান দেওয়া হয়েছে মুর্শিদাবাদের এই অঞ্চলে। 

হিন্দু ভয়েস নামক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। তাতে লেখা আছে, #পশ্চিমবঙ্গের #মুর্শিদাবাদ জেলায় তালেবানের মত ফতোয়া। 
শেখ পাড়া মার্কেটে ঘোষণা করা হয়েছে যে #শুক্রবার সব দোকানপাট বন্ধ থাকবে। 
বিকেল ৫টা পর্যন্ত চায়ের দোকান বন্ধ থাকবে। 
শুধুমাত্র ওষুধ, মাছ-মাংস, সবজি, হোটেল, মিষ্টির দোকান খোলা থাকবে। 
বাজার কমিটি এ ঘোষণা দিয়েছে। 
বাজারটি #রাণীনগর থানার আওতাধীন শেখ পাড়ায় অবস্থিত।