প্রপোজ ডে-তে সুখবর! বড় ঘোষণা বাংলার বাজেটে

ছাত্র-ছাত্রীদের জন্য বড় ঘোষণা হল রাজ্য বাজেটে। এবার ক্লাস টুয়েলভের পড়ুয়াদের দিকে হাপিত্যেশ করে তাকিয়ে থাকতে হবে না। একাদশ শ্রেণিতেই পাওয়া যাবে ট্যাব।

author-image
Anusmita Bhattacharya
New Update
budmaM

নিজস্ব সংবাদদাতা: এবার বাংলায় রাজ্য বাজেটে পড়ুয়াদের ট্যাব নিয়ে বড় ঘোষণা করে দিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান যে 'তরুণের স্বপ্ন' প্রকল্পের জন্য ১০,০০০ টাকা করে দেওয়া হয় পড়ুয়াদের। দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ট্যাব কেনার জন্য টাকা পান। এবার একাদশ শ্রেণি থেকেই সেই টাকা দেওয়া হবে। সেই জন্য অতিরিক্ত ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন যে ক্লাস ১১ থেকেই উচ্চমাধ্যমিকে পড়াশোনা শুরু করে দেয় পড়ুয়ারা। সেই কারণে ক্লাস ১১ থেকে স্মার্ট ফোন দেওয়া হচ্ছে। এতে তাদের সুবিধা হবে। আগে দ্বাদশ শ্রেণিতে দেওয়া হত।