নিজস্ব সংবাদদাতা: স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় নানা প্রশ্নের উত্তর খুঁজতে গতকাল গভীর রাত পর্যন্ত ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে জেরা করে পুলিশ। সৌরভ চৌধুরী, হস্টেলের রীতিমতো প্রভাবশালী প্রাক্তনী। ২০২২ সালে অঙ্কে স্নাতকোত্তর পাশ করে সৌরভ। অথচ তারপরও হস্টেল ছাড়েনি সে। সেখানেই থাকত বহাল তবিয়তে। আর এই প্রাক্তনীর হাতেই নিজের সন্তানকে সোঁপে দিয়ে এসেছিলেন স্বপ্নদীপের বাবা।
স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু এদিন জানান, যেদিন ছেলেকে যাদবপুরে রাখতে গিয়েছিলেন, সেদিন ওই সৌরভ চৌধুরীর হাতেই নিজের ছেলেকে তুলে দিয়ে এসেছিলেন। বলেছিলেন, ‘তোমরা সিনিয়র দাদারা একটু ভাইয়ের মত ওকে দেখে শুনে রেখ’। আর সেটাই কাল হল ছেলের জীবনে। এই ভাবেই অনুশোচনায় সর্বহারা পিতা হিসেবে প্রতিক্রিয়া দেন রামপ্রসাদ কুণ্ডু।