Breaking : মুখ্যসচিবকে শুভেন্দুর অনুরোধ!

রাজ্যের মুখ্যসচিবকে অনুরোধ করে ট্যুইট শুভেন্দু অধিকারীর। কী লিখলেন? কোন বিষয় নিয়ে হল কথা?

author-image
Pallabi Sanyal
New Update
Asza

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছে অনুরোধ রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhiraki)। তবে, এবারে রাজ্যের সঙ্গে কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়। বরং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের জন্য ত্রাণ সহ জরুরী সামগ্রী যত দ্রুত সম্ভব পাঠানোর অনুরোধই জানালেন শুভেন্দি।
এক্স হ্যান্ডেলে শুভেন্দু তুলে ধরেছেন অবিরাম বৃষ্টিতে বিধ্বস্ত দক্ষিণ দিনাজপুরের কথা। শুভেন্দুর কথায়,
''দক্ষিণ দিনাজপুর জেলায় কয়েক দিনেরও বেশি সময় ধরে অবিরাম ও ভারি বর্ষণে জেলার বহু গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ ঘর ছাড়া হয়েছে। এমনকি আত্রাই নদী এবং টাঙ্গন নদী যথাক্রমে কুমারগঞ্জ ও বালুরঘাট ব্লক এবং কুশমন্ডি ও বংশীহারি ব্লকের কিছু জায়গায় বাঁধ ভেঙেছে।'' এহেন পরিস্থিতিতে মুখ্যসচিবের কাছে শুভেন্দু অনুরোধ করেন,জেলার অন্যান্য ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষজনকে তাৎক্ষণিক ত্রাণ সরবরাহ করার। ক্ষতিগ্রস্তদের জন্য নিরাপদ আশ্রয়, খাবার, পানীয় জল, ওষুধ এবং অন্যান্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করার। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পাশাপাশি শুভেন্দু একই আবেদন জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক প্রতিরক্ষা বিভাগের  সচিব ও দক্ষিণ দিনাজপুরের জেলা শাসককে।