এখনও ধর্না! পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ শুভেন্দুর! আস্থা বোসের ওপর

তৃণমূলের ধর্না, পুলিশের ভূমিকা, রাজ্যপালের নির্দেশ, চাকরি প্রার্থীদের আন্দোলন-সব কিছুর উল্লেখ এবার শুভেন্দু অধিকারীর পোস্টে।

author-image
Pallabi Sanyal
New Update
as

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : হকের চাকরি কিংবা ডিএ-র দাবিতে আন্দোলন হলে তাদের রাস্তা দিয়ে হটিয়ে দিতে দেখা যায় পুলিশকে। প্রিজন ভ্যানে চ্যাংদোলা করে তুলতেও দেখা গিয়েছে। হাইকোর্টের কাছে আন্দোলনের অনুমতি চাইলেও তাতে আপত্তি থাকে পুলিশের। এদিকে রাজভবনের সামনে রাস্তার ওপর মঞ্চ করে চলছে তৃণমূলের ধর্না-অবস্থান। যার জেরে যানজট নিত্যদিনের সঙ্গী। সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। এবার পুলিশের বৈষম্যমূলক আচরণ নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে করলেন ক্ষোভ প্রকাশ।
শুভেন্দু তার পোস্টে লেখেন, গণমাধ্যম ও অন্যান্য গোপনীয় ও নির্ভরযোগ্য কিছু সূত্র অনুসারে তিনি জানতে পেরেছেন যে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন রাজভবনের আশেপাশে যেখানে ১৪৪ ধারা জারি রয়েছে সেই সব নিষিদ্ধ জায়গা থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে। এরপরই পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিজেপি নেতা।

TMC Dharna at Raj Bhavan | Abhishek Banerjee and other TMC leaders staying  at Dharna Mancha near Raj Bhavan Update dgtl - Anandabazar

লেখেন,''গত ৪ দিন ধরে কলকাতা পুলিশ সম্পূর্ণ আইন লঙ্ঘন করে বেআইনি আন্দোলনের সুবিধা দিয়েছে।পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মনে রাখা উচিত যে তার বেতন করদাতারা প্রদান করে, ব্যানার্জি পরিবার নয়। কলকাতা পুলিশ এর আগে, ক্ষমতাসীন টিএমসি পার্টির নেতা এবং রাজ্য সরকারী কর্মকর্তাদের দ্বারা সংঘটিত ব্যাপক নিয়োগ কেলেঙ্কারির কারণে শিক্ষক হিসাবে সঠিক নিয়োগ থেকে বঞ্চিত মেধাবী প্রার্থীদের দ্বারা ধর্না ও আন্দোলনের তীব্র বিরোধিতা করেছে। এমনকি এই প্রার্থীরা যখন তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য মাননীয় কলকাতা হাইকোর্টের অনুমতি চেয়েছিলেন তখন তারা আপত্তি জানিয়েছিল। কলকাতা পুলিশের আপত্তির কারণে, মাননীয় কলকাতা হাইকোর্ট দ্বারা কিছু শর্ত আরোপ করা হয়েছিল যা আন্দোলনকারীদের তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুসরণ করতে হয়েছিল।তাহলে কীভাবে তারা টিএমসি পার্টিকে তাদের আন্দোলন করার অনুমতি দিল?আমার সূত্রগুলিও নিশ্চিত করে যে অনেক বঞ্চিত আন্দোলনকারী প্রার্থী কলকাতা পুলিশের বৈষম্যমূলক আচরণের কথা তুলে ধরে মাননীয় রাজ্যপালকে ইমেল পাঠিয়েছেন। আমি আশা করি  গভর্নর নিশ্চিত করবেন যে আইন সবার জন্য সমান এবং কারও প্রতি কোনো বিশেষ আচরণ করা হবে না, ব্যক্তি নিজেকে যতই শক্তিশালী মনে করুক না কেন।''

 

 

 

hiring.jpg