'এভাবেই তৃণমূল নির্বাচনে জয়লাভ করে'! ভোট লুটের ভিডিও ফাঁস করে দিলেন শুভেন্দু

দেখুন ভিডিও

author-image
Anusmita Bhattacharya
New Update
Suvendu

নিজস্ব সংবাদদাতা: তমলুক সমবায় সমিতির ভোট নিয়ে তৃণমূল কটাক্ষ করলেন বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

এই নেতা লেখেন, তমলুক কোপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের সদ্য সমাপ্ত ডেলিগেট নির্বাচনে কীভাবে ভোট লুট হয়েছে তা দেখুন। ভিডিও ফুটেজটি ব্রজলালচক পূর্বপল্লী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের; ব্রজলালচক, হলদিয়া ব্লক; পূর্ব মেদিনীপুর। ভবানীপুর পিএস (পূর্ব মেদিনীপুর পুলিশ জেলার অধীনে) ওসি ইমরান মোল্লার উপস্থিতিতে ভোটগ্রহণ কর্মকর্তারা বেআইনি এবং অনৈতিকভাবে ব্যালটগুলি স্ট্যাম্পিং করছিলেন। তার কাজ ছিল তৃণমূল সমর্থিত প্যানেল প্রার্থীদের পক্ষে ভোট কারচুপি করা হয়েছে তা নিশ্চিত করা। এভাবেই তৃণমূল  নির্বাচনে জয়লাভ করে, এবং এই কারণেই INDI অ্যালায়েন্স পার্টিগুলি ইভিএমের পরিবর্তে ব্যালট ব্যবহারের পক্ষে সমর্থন করে৷ পশ্চিমবঙ্গে ভোটের সময় পুলিশের তির্যক ভূমিকার পুনর্মূল্যায়ন করা উচিত। যদি তারা একটি সমবায় ব্যাঙ্ক নির্বাচনে কারচুপির সুবিধা দেয়, তাহলে ভেবে দেখুন তারা বিধানসভা এবং লোকসভা নির্বাচনের সময় কতদূর যাবে।