বাম-তৃণমূল, কলকাতায় চোর চোর মন্তব্য, দিল্লিতে বিরিয়ানি! ব্রিগেড নিয়ে কটাক্ষ শুভেন্দুর

ব্রিগেড নিয়ে বামেদের কটাক্ষ করলেন শুভেন্দু।

author-image
Aniruddha Chakraborty
New Update
suvendu edit.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ইনসাফ যাত্রার সাফল্যের রেশ ধরে রবিবার অর্থাৎ আজ কলকাতার ব্রিগেডে সমাবেশ করেছে বাম যুব সংগঠন DYFI-এর। সেখানে বামেদের প্রতিবাদের মুখ হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। সেই নিয়ে সকাল থেকে পারদ যখন চড়ছে একটু একটু করে, সেই সময় এই সমাবেশ নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "বামেদের কোনও অস্তিত্ব নেই। তৃণমূলকে নিয়ে তাদের অবস্থনে প্রশ্ন রয়েছে। বামপন্থীরা অনেক আগেই নিজেদের লাইন থেকে সরে গিয়েছে। মীনাক্ষী বলবেন, তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো, জেল ভরো। বিজেপি-কেও যদিও চোর বলেন উনি। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা, মুম্বই, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবেন। মানুষ সব দেখছেন।"

এদিন বামেদের কটাক্ষ করে শুভেন্দু আরও বলেন, "দিল্লিতে পিসি-ভাইপো সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দু'রকম কথা বলে এঁদেরকে বিশ্বাস করবে? দিল্লিতে দোস্তি এটা বন্ধ করুন। লড়লে ভাল করে লড়তে হবে। অর্ধেক লড়ে কোনও লাভ নেই।" 

hire