'আজকের দিনটাও নিজের স্বভাবসিদ্ধ অভ্যাস মতো চুরি করেছেন'! সোজা মুখ্যমন্ত্রীকে বললেন শুভেন্দু

এক বিশেষ কারণে আজ কটাক্ষ মুখ্যমন্ত্রীকে।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata-suvendu-962995-1615977254-1168302-1670136524-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তাকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

suvendu sad face

শুভেন্দু লেখেন, মাননীয়া আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নয় অনুকরণ দিবস !

mamata37angry

অন্যান্য বিষয়ের মতো আজকের দিনটাও আপনি নিজের স্বভাবসিদ্ধ অভ্যাস মতো 'চুরি' করেছেন, যাতে মূল প্রতিষ্ঠাতাগণ যেমন প্রিয় দা ও সুব্রত দা দের কৃতিত্ব কেড়ে নেওয়া যায়। 

এরপর এই নেতা লেখেন, আর ছাত্র-ছাত্রী, যুবক-যুবতীদের শুধু সামাজিক ভূমিকাই নয় রাষ্ট্র গঠনেও বিশাল ভূমিকা রয়েছে এটা আপনি ভালোই বোঝেন, তাই ইচ্ছে করে বিগত ৯ বছর ছাত্র সংসদের নির্বাচন বন্ধ করে রেখেছেন যাতে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রী নেতা-নেত্রীরা আপনার অপদার্থ ও দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তায় নেমে আপনার গদি না টলিয়ে দেয়।

mamata34

আর ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আপনি কতো চিন্তিত সে আপনার আমলে শিক্ষা দফতরের দুর্নীতি, চাকরি বিক্রি, ভুল প্রশ্নপত্র, পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া, পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রীর দ্বারা কোটি কোটি টাকা লুঠ করানো, ন্যায্য চাকরিপ্রার্থীদের বছরের পর বছর পথে বসতে বাধ্য করা ইত্যাদি ঘটনার মধ্যে দিয়ে বোঝা যায়।