গেরুয়া রঙ মুখ্যমন্ত্রীর চক্ষুশূল! মমতার ভয়ে গেরুয়া অ্যাপার্টমেন্ট ঢাকা হল সবুজ কাপড়ে-শুভেন্দুর টুইটে অবাক বাংলা

ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা মারলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্মন

নিজস্ব সংবাদদাতাঃ বিমানবন্দরের সামনে একটি বাড়ির রঙ নিয়ে শুরু রাজনীতি। গেরুয়া রঙের অ্যাপার্টমেন্টটিকে সবুজ কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মঙ্গলবার ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এয়ারপোর্টের রাস্তা দিয়ে ফেরার পথে যদি তিনি এটি দেখতে পান তাহলে ক্ষুব্ধ হতে পারেন। সেই কারণেই সবুজ কাপড় দিয়ে ঢেকে ফেলা হয়েছে সেটি।

প্রসঙ্গত, কলকাতা বিমানবন্দরের কাছে ‘জয় মাতা দি’ অ্যাপার্টমেন্ট, মালিক পান্না বর্ধন অ্যাপার্টমেন্ট-এর গায়ে পড়েছে গেরুয়া রঙের প্রলেপ। আর তা দেখে ক্ষুব্ধ হবেন মুখ্যমন্ত্রী, আশঙ্কা রয়েছে। তাই কি সেই অ্যাপার্টমেন্ট ঢাকা পড়ল সবুজ নেটে? এমনই প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতার মতে, উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা বিমানবন্দর থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রীর ‘অস্বস্তি ‘ ঢাকতে ঢাকা হল ওই অ্যাপার্টমেন্টটি। জোর করে সেই কাজ করল স্থানীয় পুর প্রশাসন। সাহায্যকারীর ভূমিকায় পুলিশ। দাবি শুভেন্দু অধিকারীর।

ত্যাগের প্রতীক গেরুয়া। যা নিয়ে গর্ব করেন স্বামী বিবেকানন্দ। আর তা কি না মুখ্যমন্ত্রীর ‘অস্বস্তি’। মত শুভেন্দু অধিকারীর। এখানেই শেষ নয়, তাঁর প্রশ্ন, সূর্যরের গেরুয়া আভায় আকাশ গেরুয়া হলে তাও কী ঢাকবে রাজ্য প্রশাসন?