নিজস্ব সংবাদদাতা : রাজভবনের সামনে বকেয়া আদায়ের দাবিতে ধর্না-অবস্থানে অনড় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চে রয়েছে শীর্ষ স্তরের বহু নেতা-নেত্রী থেকে ছাত্র নেতারাও। তৃণমূলের রাজভবন অভিযানে সামিল হয়েছে ১০০ দিনের কাজের শ্রমিকরাও। এমনিতেই বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সংঘাত চরমে উঠেছে। রাজ্যপালের সঙ্গেও দেখা হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলের। আর ধর্নার চতুর্থ দিনে মারাত্মক একটি ভিডিও পোস্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ।
শুভেন্দুর পোস্ট করা ভিডিওর ক্যাপশানে লেখা হয়েছে রাজভবন অভিযান চলছে। বিস্ময় বোধক চিহ্নও রয়েছে। তার নিচেই দেখা যাচ্ছে একটি মদের দোকানের দৃশ্য। ছুটির দিনে কয়েক জনকে সেই দোকান থেকে মদের বোতল ক্রয় করতে দেখা যাচ্ছে। দোকানের লোকেশন রাজভবন থেকে হাঁটা পথ তা দেখেই বোঝা যাচ্ছে। এখন প্রশ্ন হল এর সঙ্গে ধর্না বা তৃণমূলের কী সম্পর্ক ?
ভিডিওয় যে ক্রেতাদের দেখা যাচ্ছে মদের দোকানে, তাদের মধ্যে ২ জনের পরনের টি শার্টটাই আসলে নজর কেড়েছে। সদা টি শার্টে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দেখে তৃণমূল সমর্থক বলেই মনে হবে যে কারো। স্পষ্ট করে কিছু না বললেও শুভেন্দু কি এটা বোঝাতে চেয়েছেন, একদিকে রাজভবন অভিযান চলছে, অন্যদিকে তৃণমূল কর্মী বা সমর্থকরা মদের দোকানে! একদিকে সংগ্রাম, অন্যদিকে সুরাপানের মধ্যে সম্পর্ক স্থাপন করে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন শুভেন্দু এটা বলার অপেক্ষ রাখে না।