নিজস্ব সংবাদদাতাঃ 'জল জীবন মিশন' নিয়ে এবার পদক্ষেপ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, আজ শুক্রবার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতকে চিঠি লিখেছেন। এই চিঠিতে রাজ্যে ভারত সরকারের জল জীবন মিশনের দুর্বল বাস্তবায়ন নিয়ে অভিযোগ করেছেন। চিঠিতে শুভেন্দু লিখেছেন, "রাজ্যের একটি বড় অংশ তীব্র পানীয় জলের সংকটে ভুগছে। রাজ্যে বিশেষ করে আমলাতন্ত্রের উচ্চ পর্যায়ের একটি অংশ গ্রামীণ দরিদ্রদের প্রতি চরম উদাসীনতা দেখাচ্ছে, যারা 'হর ঘর জল' (Har Ghar Jal)-এর স্বপ্ন দেখেছে।"