প্রায় ১৭ লাখ, ভুয়ো ভোটারের তালিকা পাঠিয়ে দিলেন শুভেন্দু

ভুয়ো ভোটারের তালিকা সম্পর্কে বিরাট তথ্য দিলেন শুভেন্দু অধিকারী।

author-image
Aniruddha Chakraborty
New Update
trj

file pic

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটারের ইস্যুতে ফের সরব বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় ভুয়ো নামের ইস্যুতে ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতার দাবি, ভোটার তালিকায় মোট ১৬ লাখ ৯১ হাজার ১৩২টি ডুপ্লিকেট নাম রয়েছে। এছাড়া, ১১ হাজারেরও বেশি ডুপ্লিকেট নামের ক্ষেত্রে ইপিআইসি-ও মিলে যাচ্ছে বলে দাবি বিরোধী দলনেতার।

Add 1

সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে পাঠানো ওই চিঠির সঙ্গে ডুপ্লিকেট ভোটারদের নামের তালিকাও জমা দিয়েছেন শুভেন্দু। জানা গিয়েছে, ১৪ হাজার ২৬৭ পাতার ওই তালিকার সঙ্গে একটি পেনড্রাইভও জমা করেছেন বিরোধী দলনেতা। যেখানে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র সংক্রান্ত তথ্য রয়েছে বলে দাবি বিধানসভার বিরোধী দলনেতার।

cityaddnew

চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, "এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সঙ্গে। গত ২ ফেব্রুয়ারিও একপ্রস্থ আলোচনা হয়েছিল। বৈঠকের পর তাঁরা আশ্বস্ত হয়েছিলেন তালিকা থেকে ভুয়ো নামের বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। কিন্তু এখনও পর্যন্ত ওই ডুপ্লিকেট নামগুলো বাদ দেওয়ার ক্ষেত্রে কোনও পদক্ষেপ হয়নি।" 

স

স