নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের পরিস্থিতির বিরুদ্ধে যাদবপুর সনাতানি পরিষদের সমাবেশে অংশ নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মুখ খুললেন।
এই নেতা বলেছেন, "আমরা ভাবছিলাম যে তারা পুরো বিষয়ে নীরব কিন্তু তারা গোপনে মিটিং করছে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নৃশংসতা নিয়ে তারা নীরব। গতকাল জুমার নামাজের পর চট্টগ্রাম ও মৌলভীবাজারে ১১টি মন্দির ভাঙচুর করা হয়। তারা তাদের ভোটব্যাঙ্কের স্বার্থে পুরো বিষয়টি নিয়ে চুপচাপ"।