নিজস্ব সংবাদদাতা: আজ এসএসসি দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। তবে সেটা স্থগিত হল ও সেই শুনানি হবে আগামী সোমবার। এর মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন এই দুর্নীতি নিয়ে।
একটি চিঠির ছবি শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী। কী আছে তাতে? এই নিয়ে নেতা লেখেন, 'তৃণমূল নেতাদের আত্মীয় হওয়ায় যারা শিক্ষক ও অশিক্ষক পদ "ক্রয়" করেছে বা ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্যানেলে নিয়োগ পেয়েছে, সেই নিয়োগকারীদের বাঁচানোর জন্য যোগ্য হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে ২৫,৭৫৩ জন কর্মচারীরম বলি দিলেন। যারা চোখের জল ফেলতে বাধ্য হয় সেইসব যোগ্য প্রার্থীদের দুর্ভোগের জন্য শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা যেতে পারে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পদ বাঁচাতে মরিয়া ছিলেন। কারণ এসএসসি দ্বারা যোগ্য এবং অযোগ্যদের মধ্যে যে কোনও পার্থক্য করা অপরাধ হিসেবে স্বীকার করা হত। দেখুন এসএসসিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধস্তন দ্বারা কীভাবে গুরুত্বপূর্ণ প্রমাণগুলি ধ্বংস করা হয়েছিল তা দেখুন, যা তুষ থেকে দানা আলাদা করতে সাহায্য করতে পারে'।