নিজস্ব সংবাদদাতা: 'রাজের মুখ্যমন্ত্রী বুঝে গেছেন ৩০ শতাংশ দিয়ে বৈতরণী পার হওয়া যাবে না। মুখ্যমন্ত্রী এক কোটি রোহিঙ্গা ঢুকিয়েছেন পশ্চিমবঙ্গে। কিভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী ৩৭০ ধারা উপড়ে ফেলে কাশ্মীরে ভারতের পতাকা উড়িয়েছেন। ৫০০ বছরের অযোধ্যা বিবাদ মিটিয়ে রাম মন্দির তৈরি করেছেন। চীনের সঙ্গেও সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে। হিন্দুরা ঐক্যবদ্ধ বুঝে মুখ্যমন্ত্রীর ভাষা বদলাচ্ছে। কারণ বাকি ৭০ শতাংশ এক হয়েছে তাই মুখ্যমন্ত্রী সুর বদলাচ্ছেন। এবার ধর্ম রক্ষা কমিটি গড়ার সময় এসেছে। পশ্চিমবঙ্গে জনবিন্যাস বদলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী হিন্দুদের সুরক্ষা দিতে পারেন না। চিন্ময় প্রভু মাথা নত করেননি। সন্ন্যাসীদের দেখে অস্তিত্ব রক্ষার লড়াই শিখুন। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি'।