নিজস্ব সংবাদদাতা: ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পাঁচ কর্মীর বদলির নির্দেশ এসেছে। রাজ্য সরকার নিজেদের অপকর্ম লুকিয়ে রাখতে চাইছে বলে এই বদলির নির্দেশ দিয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেন।
শনিবার নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, 'ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পাঁচ কর্মচারীর বদলির আদেশ হয়েছে। গত কয়েক বছরে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে। সেখানে রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে রয়েছেন।
রাজ্য সরকারের কিছু লুকানোর রয়েছে। তাই এই বদলি আদেশ। এই বদলির নির্দেশের মাধ্যমে দুর্নীতির ডাস্টবিনে মুখ ঢাকনা দিয়ে বন্ধ রাখার চেষ্টা করছে রাজ্য সরকার।'
পাশাপাশি শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, 'কখনই ভুলে যাওয়া উচিত নয় যে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (SPSC) একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে স্বাধীন ভারতের জন্য সংবিধান প্রবর্তনের সাথে সাথে, রাজ্যগুলির পাবলিক সার্ভিস কমিশনগুলিকে ৩১৫ ধারা অনুসারে একটি সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল৷ SPSC একটি স্বাধীন কর্তৃপক্ষ যার স্বায়ত্ত্বশাসন এবং স্বাধীনতার সাথে কাজ করা উচিত৷ এই প্রতিশোধমূলক স্থানান্তর আদেশ SPSC-কে দেওয়া স্বায়ত্ত্বশাসনের লঙ্ঘন করছে। আমি মাননীয় চেয়ারম্যানকে অনুরোধ করছি, মেজর জেনারেল এ.কে. সান্যাল, ভিএসএম (অব.), মাননীয় সদস্যগণ; শ্রী পার্থ চৌধুরী ও ড. মৃগাঙ্ক মাহাতা এবং মাননীয় সচিব; শ্রী প্রতীপ কুমার ঘোষ, W.B.C.S. (Exe.) পদক্ষেপ নিতে এবং এই আদেশ প্রত্যাহার করতে। এই আদেশ প্রত্যাহার না করা হলে পরিণতি হবে; আইনি এবং আন্দোলনমূলক।'