নিজস্ব সংবাদদাতা: রাম নবমীর মিছিলে গতকাল রাজ্যে বিক্ষিপ্তভাবে বেশ কিছু হিংসার ঘটনা ঘটেছে। রাম নবমীতে অশান্তি হতে পারে রাজ্যে এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সেই দাবিকে প্ররোচনা হিসেবে দেখছে বিজেপি। শুভেন্দু অধিকারী করলেন বিশেষ পোস্ট।
X হ্যান্ডেলে লেখেন, 'রাম নবমীর মিছিলগুলি পশ্চিমবঙ্গজুড়ে বিভিন্ন স্থানে ব্যাহত এবং আক্রমণ করা হয়েছিল মুখ্যমন্ত্রীর উত্তেজক বক্তৃতার কারণে যা সফলভাবে দুষ্কৃতীদের উস্কে দিয়েছিল। তারা আশ্বস্ত হয়েছিল যে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে কাজ করবে না কারণ তাদের হাত বেঁধে দেওয়া হয়েছে রাম নবমীতে যা মুখ্যমন্ত্রীর মতে, দাঙ্গার জন্য একটি দিন। আমি মাননীয় রাজ্যপাল ডাঃ সি.ভি. আনন্দ বোসের কাছে চিঠি লিখেছি ১৭ তারিখে রাম নবমী উপলক্ষ্যে বের হওয়া শোভাযাত্রার উপর হামলার বিষয়ে তাকে অবহিত করে এবং ব্যর্থ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং সেইসাথে ঘটনাগুলির তদন্ত করার জন্য তাকে অবিলম্বে হস্তক্ষেপ করার অনুরোধ জানালাম তদন্ত সংস্থা এনআইএ-কে। আমি বিনীতভাবে অনুরোধ করছি নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যার প্ররোচনায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে'।