BREAKING: আইএসআই (ISI) এর আমন্ত্রণে পাকিস্তান গিয়েছিলেন গৌরব গগৈ ! বিস্ফোরক অভিযোগ করলেন হিমন্ত বিশ্ব শর্মা
রাজ্যে ফের বোমা বিস্ফোরণ, এবার দুর্গাপুর- পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ
তমলুকে সমবায় ভোটে অশান্তি! তৃণমূল ও বিজেপি প্রার্থীদের মধ্যে ধ্বস্তাধস্তি!
BREAKING: ব্যর্থ হল ইসরোর (ISRO) PSLV-C61 উৎক্ষেপণ !
BREAKING: নেদারল্যান্ডস, ডেনমার্ক ও জার্মানি সফরে যাচ্ছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর ! পিছনে বড় কারণ ?
জাতীয় সড়ক থেকে পাল্টি খেয়ে নিচে পড়ল প্রাইভেট কার, বড়সড় দুর্ঘটনা দাঁতনে
BREAKING: যুদ্ধবিরতি চলতে থাকবে ! সাফ জানিয়ে দিল ভারতীয় সেনা
রাজনীতিতে খেলা ঘুরে গেল, নিজের সম্পূর্ণ দল নিয়ে এই দলের সঙ্গে এক হয়ে গেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, চাপে বিজেপি?
BREAKING: অন্যদলের লোকদের ঘুরপথে দলে নিচ্ছে বিজেপি ! বড় অভিযোগ করলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ

'কেন TMC নেতারা মনে করেন মহিলাদের মারধর করার বিশেষাধিকার তাদের?' ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী

কি দাবি শুভেন্দুর?

author-image
Anusmita Bhattacharya
New Update
suvendulie

নিজস্ব সংবাদদাতা: এবার একটি বিশেষ ভিডিও পোস্ট করলেন বিজেপি নেতা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাতে দেখা যাচ্ছে এক তৃণমূল নেতাকে যার বিরুদ্ধে এক মহিলাকে মারার অভিযোগ রয়েছে।

শুভেন্দু ভিডিও পোস্ট করে লেখেন, চোপড়া, আড়িয়াদহ, কোচবিহার, তালিকা বাড়ছে...

টিএমসি নেতারা বাঁশের লাঠি দিয়ে মহিলাদের পিটাচ্ছেন যারা ব্যথায় কাঁপছেন।

এ বার রাতুয়া; মালদা জেলা। গত রাতে তৃণমূল নেতা মোঃ আনারুল হককে একজন মহিলাকে মারধর করতে দেখা যায়, যার হাত তার পিঠের পিছনে বাঁধা ছিল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া ২ ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

কেন তৃণমূল নেতারা মনে করেন যে মহিলাদের মারধর করার বিশেষাধিকার তাদের আছে?