'বিজেপিকে ভোট দিতে চাইলে হিন্দু ভোটারদের বন্দী করা হবে'! সাবধান করলেন শুভেন্দু

বিশেষ ভিডিও শেয়ার করলেন শুভেন্দু অধিকারী।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
suvendu adh.jpg

নিজস্ব সংবাদদাতা: এক তৃণমূল নেতার ভিডিও ফাঁস করলেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের প্রচারে গিয়ে ওই নেতা নাকি প্রকাশ্যে হুমকি দিয়েছেন হিন্দু ভোটারদের। ওই নেতার বিরুদ্ধে ইতিমধ্যে কি কি মামলা রয়েছে সেই তালিকাও প্রকাশ করেছেন শুভেন্দু। 

suvenduu fghg.jpg

X হ্যান্ডেলে রাজ্যের বিরোধী দলনেতা লেখেন, 'রাজিব এসকে; নদিয়া জেলার চাপড়া ব্লকের ব্লক স্তরের টিএমসি নেতা, টিএমসি প্রার্থী মহুয়া মৈত্রর প্রচার করার সময়, তারা বিজেপিকে ভোট দিতে চাইলে হিন্দু ভোটারদের তাদের বাড়িতে বন্দী করার জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছেন। তিনি আরও ঘোষণা করেছেন যে তিনি বিজেপি কর্মীদের বুথ ক্যাম্পে বসতে দেবেন না এবং চেয়ার-টেবিলও বসাতে দেবেন না। আমি অনুরোধ করব নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী কার্যালয়কে তার হুমকি বার্তাটি সম্পর্কে স্টেপ নিতে। সে একজন ভয়ংকর অপরাধী যার বিরুদ্ধে অনেক ফৌজদারি মামলা রয়েছে। এখানে দেওয়া হল ভিডিও এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলার তালিকা'। 

trj

 

Add 1