'রাজ্য সরকার হয় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বা তারা মোটেও চিন্তাশীল নয়'! ডাক্তারের মৃত্যুতে লিখলেন শুভেন্দু

রাজ্য সরকারকে কটাক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata-suvendu-962995-1615977254-1168302-1670136524-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

নিজস্ব সংবাদদাতা: আর জি কর হাসপাতালে এক ছাত্রীর রহস্যময় মৃত্যু নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

publive-image

শুভেন্দু অধিকারী লেখেন, 'আর জি কর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর ছাত্রীর মৃতদেহ, যাকে ক্যাম্পাসের অভ্যন্তরে জরুরি ভবনের তৃতীয় তলায় সেমিনার হলের ভিতরে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গেছে, জানা গেছে, আঘাতের চিহ্ন রয়েছে। অসমর্থিত প্রতিবেদনে শ্বাসরোধের লক্ষণ এবং সেমিনাল ফ্লুইডের চিহ্ন রয়েছে বলে পরামর্শ দেওয়া হয়েছে'।

suvenduio.jpg

এরপরেই বিরোধী দলনেতা দাবি করেন, 'এটি হত্যার একটি স্পষ্ট মামলা। অবিলম্বে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা উচিত। পরিবর্তে রাজ্য সরকার এই ঘটনার জন্য ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। আশ্চর্যজনকভাবে কমিটির কিছু সদস্য ইন্টার্ন। আমার মতে রাজ্য সরকার হয় বিষয়টিকে শাক দিয়ে মাছ ঢাকা দেওয়ার চেষ্টা করছে যাতে তাদের পক্ষ থেকে অবহেলা প্রকাশ না পায় বা তারা এই বিষয়ে মোটেও চিন্তাশীল নয়'।

suvendu sad

এছাড়াও শুভেন্দু বলেন, 'আমি ছাত্র সম্প্রদায়কে রাজ্য সরকারের অভাবী মনোভাবের বিরুদ্ধে তাদের আওয়াজ তুলতে অনুরোধ করছি, বিশেষ করে মেডিকেল ছাত্রদের তীব্র প্রতিবাদ করা উচিত। যতক্ষণ পর্যন্ত নিহত ছাত্রীর বিচার না হয় ততদিন আমি ছাত্র সম্প্রদায়ের প্রতি সর্বাত্মক সহযোগিতা করব'।