শুরু থেকেই দাবি জানিয়ে আসছে, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার জন্য

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়দিনের মুখে বড় ঘোষণা করেছেন। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছেন। জানুয়ারি মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর হয়ে যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, আন্দোলনরত সরকারি কর্মচারীরা শুরু থেকেই দাবি জানিয়ে আসছে, কেন্দ্রীয় হারে মহার্ঘভাতার জন্য।

কেন এমন বলছেন বিরোধী দলনেতা

পাল্টা ‘ভিক্ষার’ বর্ধিত ডিএ ‘প্রত্যাখ্যানের’ কথা ঘোষণা করে দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মহার্ঘভাতা বাড়ানোকে রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য ‘ললিপপ’ বলেই মনে করছেন। কিন্তু কেন এমন বলছেন বিরোধী দলনেতা?

প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই এই ডিএ বাড়ানো হয়

এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, কেন্দ্রীয় সরকার বছরে দু’বার সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতা পরিবর্তন করে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী, বছরের গড় হিসেবের ভিত্তিতে এই ডিএ বাড়ানো হয়। সাধারণত, প্রতি বছর ১ জানুয়ারি ও ১ জুলাই এই ডিএ বাড়ানো হয়।