নিজস্ব সংবাদদাতা: পেট্রাপোলের পর এবার ঘোজাডাঙ্গা সীমান্ত। সাধু সন্ন্যাসীদের সমাবেশে শুভেন্দু অধিকারী। বললেন, "বাংলাদেশের উপর আমরা নির্ভর করি না আমাদের উপর বাংলাদেশ নির্ভর করে। ভারত ৯৭ টি পণ্য না পাঠালে ভাত-কাপড় জুটবে না বাংলাদেশের। আমরা বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে বাংলাদেশ। বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দিয়েছে ভারত। আমেরিকা রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে পারে ভারত। হাসিমারায় চল্লিশটি যুদ্ধবিমান রাখা আছে দুটো পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। ইট মারলে পাটকেল দিয়ে উত্তর হবে তো? জাগো হিন্দু জাগো"।