নিজস্ব সংবাদদাতা: রাজ্যে স্বাস্থ্য দুর্নীতির অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। তার দাবি, ভুয়ো কম্পানি তৈরি করে টেন্ডার দুর্নীতি করা হয়েছে।
অভিযোগ, স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়কে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে। টেন্ডার পেয়ে যাবার পর বন্ধ হয়ে যায় কোম্পানি। বেশিরভাগ টেন্ডার পেয়েছে পাঁচটি কোম্পানি। সুপার স্পেশালিটি হাসপাতালে টেন্ডার দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়র কোম্পানির নামে টেন্ডার। স্বাস্থ্য দপ্তরের কর্তাদের নামে প্রচুর বেনামী সম্পত্তির খোঁজ দিলেন শুভেন্দু অধিকারী। বলেন "আমাদের কাছে সব নথি আছে"।