'মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুয়ো'! চরম কথা বলে দিলেন এই নেতা

কে করলেন এই দাবি?

author-image
Anusmita Bhattacharya
New Update
mamata37angry

নিজস্ব সংবাদদাতা: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভুয়ো ভিডিও' মন্তব্যের বিষয়ে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়া বক্তৃতা দিচ্ছেন। চট্টগ্রামে একটি মন্দির ভাঙচুর করা হয়েছিল, এটি কি জাল ভিডিও ছিল?সুনামগঞ্জে গুন্ডা ও মৌলবাদীদের দ্বারা 150টি হিন্দু বাড়ি লুট ও ক্ষতিসাধন করা হয়েছে, সেই ভিডিওগুলি কি ভুয়ো ছিল? ইসকন মন্দিরে মূর্তি ভাংচুর, সেগুলি কি ভুয়ো ভিডিও? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ভুয়ো এবং তুষ্টির রাজনীতির জন্য তিনি কক্ষে এমন মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছেন"।

মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশ ইস্যুতে একাধিক ভুয়ো ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, "ফেক ভিডিও বাজারে চলছে। এগুলো ছড়িয়ে প্ররোচনা সৃষ্টি করা হচ্ছে। তবে আমরা যথেষ্ট সক্রিয়। আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না।"