নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার ব্যবস্থা করা হোক। বৃহস্পতিবার রাজভবনের দুয়ারে পৌঁছে গিয়েও রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেননি শুভেন্দু। পুলিশি বাধার অভিযোগ তুলে হাইকোর্টে গিয়েছিলেন তিনি। এরপর রবিবাসরীয় সন্ধ্যায় ফের একবার শতাধিক বিজেপি কর্মী-সমর্থককে নিয়ে রাজভবনে বোসের দুয়ারে শুভেন্দু অধিকারী। এছাড়া, যারা ঘরছাড়া, তাদের যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়, বোসের দুয়ারে সেই আর্জি জানান শুভেন্দু। পাশাপাশি, যারা আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি। ভোট পরবর্তী গোলমালে যাদের ক্ষতি হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিষয়টিও রাজ্যপালের কাছে তুলে ধরেছেন বিরোধী দলনেতা। এসবের পাশাপাশি যে সব জায়গায় অশান্তির অভিযোগ উঠে আসছে, সেই সব জায়গা যাতে রাজ্যপাল পরিদর্শনে যান, সেই অনুরোধও করেছেন শুভেন্দু অধিকারী।