নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সিআইডি তৃণমূলের এক কাউন্সিলরকে গ্রেফতার করে। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "তৃণমূলের মিলন সর্দার কাকুলী ঘোষ দস্তিদারের খুব কাছের লোক। ফেসবুক প্রোফাইল খুললেই বোঝা যাবে। ওকে মানুষ ভোট দিয়ে কাউন্সিলর করেনি। মিলন সর্দার আসলে ছাপ্পা কাউন্সিলর। ছাপ্পা ভোটে জিতেছে। ও হল আর একটা শাহজাহান।"
মিলন সর্দারকে গ্রেফতার করার পরেই তৃণমূল তার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছে। ২ সেপ্টেম্বর ত্রিপুরার ওই ব্যবসায়ীকে খড়দাহের একটি আবাসনের পার্কিংলট থেকে অপহরণ করা হয়। জানা গিয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করা হয়েছে। এরপরেই পুলিশে অভিযোগ করা হয়। তদন্তে নামে সিআইডি। আগেই সিআইডি সাতজনকে গ্রেফতার করে। ত্রিপুরার ওই ব্যবসায়ীকে বারাসাতের একটি আবাসনে লুকিয়ে রাখা হয়েছিল। মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়েছিল। জানা যায়, ত্রিপুরার ওই ব্যবসায়ী খড়দায় পরিচিত একজনের বাড়িতে এসেছিলেন। সূত্রের খবর, প্রথম দফায় মুক্তিপণ হিসেবে ৬ কোটি টাকা চাওয়া হয়েছিল। সেই টাকা দেওয়াও হয়। পরে আরও ৩ কোটি টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ। বরাসাতের অভিযুক্ত কাউন্সিলরকে সিআইডি তাঁর নিজের এলাকা থেকে গ্রেফতার করে।