মুখ্যমন্ত্রী মমতা চান তাই হস্টেলে গাঁজা চাষ! চরম আক্রমণ করলেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারের বিষয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পাওয়া গাঁজা গাছের ছবি।

author-image
Anusmita Bhattacharya
New Update
111111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে DSF ও WTI-এর মতো সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না। কারণ ওরা নো ভোট টু বিজেপির সমর্থক। NIA তদন্তের নির্দেশ হলে যাদবপুরের ভিতর থেকে গাঁজার চাষ উপড়ে ফেলে দেবেন, বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
 
রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘গাঁজা, চরস, ফেন্সিডিল, দেশি মদ যত রকম আছে সব কিছুর অনুমতি হয়েছে যাদবপুরে। ওদের একটাই যোগ্যতা, ওরা নো ভোট টু বিজেপি করে। আমাকে যাদবপুরের ২ জন প্রাক্তন উপাচার্য বলেছেন, মুখ্যমন্ত্রী চান না WTI, DSF এই সংগঠনগুলোকে ডিসটার্ব করতে। একজন আইনজীবী আমাকে বলেছেন, সরাসরি মুখ্যমন্ত্রী বলেছেন ওদের ডিসটার্ব করতে না। তা মুখ্যমন্ত্রী যখন চাইছেন তখন টবে গাঁজার চাষ ওখানে হবে। অসুবিধা কী?'

impact