'চিকিৎসকের দেহ উদ্ধারের সময় সেমিনার হলে কি করছিলেন'? সুশান্ত রায়ের জবাবেই ফাঁস চাঞ্চল্যকর তথ্য

চিকিৎসক সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ এবং তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক চলছে। সেমিনার রুমে কেন ছিলেন এবং কেন অভিযোগ উঠেছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। IMA তাঁর সদস্যপদ খারিজ করেছে এবং সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।

author-image
Debapriya Sarkar
New Update
Dr. Sushanta

নিজস্ব প্রতিবেদন : চিকিৎসকের খুন ও ধর্ষণ কাণ্ডের দিন সেমিনার রুমে কি করছিলেন সুশান্ত রায়? এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে চিকিৎসককে। এদিন এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিলেন চিকিৎসক সুশান্ত রায়। তিনি জানিয়েছেন, তিনি সেমিনার হলে মাত্র ১০-১৫ মিনিট দাঁড়িয়ে ছিলেন এবং ঘটনার সময় সেখানে কিছুই ছুঁয়ে দেখেননি। এরপর তিনি অধ্যক্ষের ঘরে চলে যান। এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে তিনি কেন সেই ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিতর্ক এবং তদন্ত চলছে।

publive-image

'উত্তরবঙ্গ লবি'র আসল 'মাথা' সুশান্ত রায়। সুশান্ত রায় সিবিআইয়ের সামনে চিকিৎসকের দেহ উদ্ধারের সময় সেমিনার হলে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে বলেন যে, "ওখানে প্রচুর পুলিশ আধিকারিকরা ছিলেন, অনেক চিকিৎসকরাও মনে হয় ছিলেন, আমরা একদম পিছন দিকে যেখানে...হলঘরটা অনেক লম্বা ছিল। আমরা একদম পিছনে জাস্ট দাঁড়িয়ে ছিলাম। কিছুই টাচ করিনি আমরা। ১০-১২ মিনিট, ১০-১৫ মিনিট ওখানে থেকে, ওখান থেকে নীচে নেমে তারপর প্রিন্সিপ্যালের ঘরে গিয়েছিলাম। ওখানে কর্ডন করা ছিল। কর্ডনের ভিতরে আমরা ছিলাম না।''  

publive-image

তবে এই মন্তব্যের পরেও প্রশ্নগুলি উঠছে, বিশেষ করে কেন তিনি ওইদিন RG Kar মেডিক্যাল কলেজে গিয়েছিলেন এবং সেখানে কী অবস্থানে ছিলেন। IMA-র রাজ্য শাখা তাঁর সদস্যপদ খারিজ করেছে এবং সিবিআইও তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে, যা এই বিতর্কের আরেকটি দিক।