প্রাথমিক শিক্ষক নিয়োগ! বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বিশেষ কোর্স থাকা প্রয়োজন এমনটাই মনে করে সুপ্রিম কোর্ট। দেখে নিন কী স্টেপ নেওয়া হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
supreme court

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শুধুমাত্র ডিএলএড, ডিএড প্রশিক্ষিতরাই অংশ নেবেন এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায়। সুযোগ দেওয়া হবে না বিএড প্রশিক্ষিতদের। বিএড প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা উচ্চ বিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করতে পারেন। তবে, প্রাথমিক শিক্ষক হিসেবে ডিএড প্রশিক্ষিতদের নিয়োগ করা যাবে না। শুক্রবার এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এত দিন এনসিটিই-এর নির্দেশিকা অনুযায়ী, শুধু বিএড প্রশিক্ষিতরা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিকেও সুযোগ পেতেন। কিন্তু ডিএলএডদের ক্ষেত্রে মিলত না সেই সুযোগ। এনসিটিই-র ওই নির্দেশিকা চ্যালেঞ্জ করে ডিএলএড-রা মামলা করেন। সুপ্রিম কোর্ট জানায় যে ডিএড বা ডিএলএড ডিগ্রি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার জন্য নির্দিষ্ট। উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে বিএড বাধ্যতামূলক। চাকরিতে সুযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট করে কোর্স থাকতে হবে।