ভোটের রেজাল্ট বাতিল? কমিশনকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

বাংলায় ভোটের রেজাল্ট নিয়ে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে ইভিএমের সঙ্গে VVPAT এর ভোট মিলিয়ে দেখার আবেদন জানিয়েছিল অ্যাসোসিয়েশন অফ ডেমক্রেটিক রিফর্মস।এই নিয়ে কমিশনকে বড় নির্দেশ এবার দিল সুপ্রিম কোর্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
voter.jpg

নিজস্ব সংবাদদাতা: অ্যাসোসিয়েশন অফ ডেমক্রেটিক রিফর্মস সুপ্রিম কোর্টে আবেদন করে যে ইভিএমে যে ভোট গণনা হচ্ছে তার সঙ্গে ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (VVPAT) এর ট্যালি করে দেখতে হবে। অর্থাৎ ভিভিপ্যাটের ভোটের সঙ্গে ইভিএমের ভোটের সামঞ্জস্য রয়েছে কি না সেটা দেখার আবেদন করেছিল ওই এনজিও। দুই ক্ষেত্রে প্রাপ্ত ভোট মিলিয়ে দেখা হলে আর কোনও ধন্ধ থাকবে না। বর্তমানে ইভিএমের ভোটের মাত্র ২ শতাংশ ভিভিপ্যাটের সঙ্গে মিলিয়ে দেখা হয়।

এবার এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ভারতের নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে জবাব চেয়েছে। তিন সপ্তাহ সময় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে যে ইভিএম, ভিভিপিএট ও বুথে যে রেজিস্টারে নাম নথিভুক্ত হয় তার সঙ্গে একটি গরমিল হতে পারে। কারণ অনেকে সই করে বুথে ঢোকেন কিন্তু ইভিএম প্রেস ভুল করে হয়তো করলেন না। আরও অনেক কারণ দেখা দিতে পারে।