BREAKING: সাজা ঘোষণার পর আর জি করের শুনানি নিয়ে বড় আপডেট! জানা উচিত আপনারও

কবে হবে শুনানি?

author-image
Anusmita Bhattacharya
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি। আগামী শুনানি হবে বুধবার ২৯ শে জানুয়ারি, জানিয়ে দিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি বিশ্বনাথনের বেঞ্চ। গত ডিসেম্বরে পরবর্তী শুনানি দিন ধার্য করা হয় মার্চ মাসে। যদি কোনও পক্ষ নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় সন্তুষ্ট না হয় তবে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। ওইদিনই জানিয়েছিল সর্বোচ্চ আদালত। এরপর ৩টি আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে। তার মধ্যে সাজা ঘোষণা করার আগে ১৬ তারিখ নিহত চিকিৎসকের পরিবারের তরফে একটি আবেদন জমা পড়ে। সিবিআই সহ এই মামলায় বাকিদের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট। তাই এক সপ্তাহের জন্য শুনানি পিছনোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় দোষী সঞ্জয় রায়কে সোমবার আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। এই সাজা ঘোষণার পর সুপ্রিম কোর্টে আজ আর জি কর মামলার প্রথম শুনানি হওয়ার কথা ছিল।